মিনিস্টারের ‌‘কোটি কোটি টাকার ঈদ অফার’ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

৬ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০২  
ঈদ-উল-আযহা উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স মিনিস্টার নিয়ে এসেছিল “মানুষের জন্য মিনিস্টার পণ্য”। এখানে গ্রাহকগণ ‘প্রায় অর্ধেক দামে’ পেয়েছে মিনিস্টারের পণ্য। মিনিস্টার সব সময়ই তাদের গ্রাহকদের জন্য নতুন সব চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও তারা কোরবানী ঈদ উপলক্ষে দেশের মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে এসেছিল; যা শুরু হয়েছিল ১লা জুলাই থেকে। দেশের ৮টি বিভাগীয় শহরসহ ১১টি স্থানে মিনিস্টারের শো-রুমে একযোগে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কুপনের পুরষ্কার হিসেবে দেওয়া হচ্ছে মিনিস্টারের ফ্রিজ, এলইডি টিভি, স্মার্ট টিভি, গ্যাস বার্ণারসহ দেশব্যাপী ২০০০ টিরও বেশী আকর্ষণীয় সব পুরস্কার। এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “আমরা সব সময়ই চেয়েছি আমাদের দেশের মানুষের কথা মাথায় রেখে তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। সেই লক্ষ্যের সুত্রধরেই দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা এবারের এই ঈদ অফারটি বাজারে এনেছিলাম। এই কোটি টাকার অফারে ক্রেতাগণ ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভি ক্রয় করলে প্রতিটি পণ্যের জন্য ১টি করে কুপন পেয়েছিলেন। উল্লেখ্য, মিনিস্টার জন্মলগ্ন থেকেই “আমার পণ্য, আমার দেশ গড়ব বাংলাদেশ” এই স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। নিজস্ব ফ্যাক্টরিতে বিশেষজ্ঞ দ্বারা দেশেই তৈরি হচ্ছে মিনিস্টারের সকল পণ্য।